১.ঋন প্রাপ্তির যোগ্যতা:
(ক) পস্নট/জমির মালিকানা (খ) প্রাথমিক বিনিয়োগ সামর্থ্য (প্রাক্কলিত ব্যয়ের কমপক্ষে ২০%)
(গ) বাংলাদেশের নাগরিক
২.ঋন আবেদনের জন্য যে সমসত্ম দলিল পত্রাদি/কাগজপত্রাদি জমা দিতে হবে:
(ক)সরকারী/জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ/ক্যান্টনমেন্ট বোর্ড/হাউজিং সোসাইটি কর্তৃক বরাদ্দকৃত/লীজ প্রদত্ত জমির ক্ষেত্রে
১. মূল বরাদ্দপত্র (যদি থাকে)
২.দখল হসত্মামত্মর পত্র (যদি থাকে)
৩. মূল লিজ দলিল ও এর একটি ফটোকপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত), মূল দলিল রেজিষ্ট্রি অফিস থেকে পাওয়া না গেলে দলিল উঠানোর মুল রশিদ ও একটি সার্টিফাইড কপি।
৪. প্রসত্মাবিত জমি কর্পোরেশনে নিকট বন্ধক রাখার ব্যাপারে অনাপত্তি পত্র(এন ও সি/ বন্ধক অনুমতিপত্র)
খ. বেসরকারী ও ব্যক্তি মালিকানধীন জমির ক্ষেত্রে -
১. আবেদনকারীর মূল মালিকানা দলিল (সাফ-কবলা/দানপত্র/বন্টকনামা)
২. সি.এস, এস.এ, আর এস ও সিটি জরিপ (প্রযোজ্যক্ষেত্রে) খতিয়ানের সার্টিফাইড কপি।
৩. নামজারি খতিয়ানসহ ডিসিআর, ও হালনাগাদ খাজনা পরিশোধের রশিদ।
৪.এস এ/আরএস রেকর্ডীয় মালিক থেকে স্বত্বের ধারাবাহিকতা প্রমানের জন্য চেইন অব ডকুমেন্টস (দলিল/পর্চা) এর সত্যায়িত ফটোকপি;
৫.জেলা রেজিষ্ট্রার/সাব রেজিষ্ট্রারের অফিস থেকে পূর্ববর্তী ১২ (বার ) বছরের তলস্নাশীসহ নির্দায় সার্টিফিকেট (এন ই সি)।
গ. সরকারী/ বেসরকারী উভয় ক্ষেত্রে নিচের কাগজ পত্রাদিও দাখিল করতে হবে।
১. যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নির্মিতব্য বাড়ির নক্শার অনুমোদন পত্রসহ ২(দুই) কপি নক্শা;
২. ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে জমির সয়েল টেষ্ট রিপোর্ট;
৩. বহুতল বাড়ী নির্মাণের ক্ষেত্রে উপযুক্ত প্রকৌশলী কর্তৃক দেয়া ২ কপি ষ্ট্রাকচারাল ডিজাইন ও ভারবহন সনদ;
৪. গুরম্নত্বপূর্ণ স্থাপনার উলেস্নখ পূর্বক ২ কপি হাতে আকার রোট ম্যাপ;
৫. ঋণ আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও সাদা কাগজে সত্যায়িত স্বাক্ষর;
৬.আবেদনকারীর আয়ের প্রমাণপত্র ও চাকুরীর ক্ষেত্রে ঋণ আবেদন ফর্মের নিদিষ্ট পাতার বেতন সনদ এবং ব্যবসায়ের ট্রেড লাইসেন্সসহ আয় এর প্রমাণপত্র।